স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। এরপর কানেক্টিং ফ্লাইট ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই সন্ধ্যায় ৭টায় সরাসরি চলে যাওয়ার কথা ছিল সিলেটে। ফ্লাইট বিলম্বের কারণে প্রায় পাঁচ ঘণ্টা পিছিয়ে রাত ১০টায় বাংলাদেশে অবতরণ করবেন মোহাম্মদ নবি, রহমানউল্লাহ গুরবাজরা।
বিসিবির লজিস্টিক ম্যানেজার কাওসার আজম সজীব গণমাধ্যমে জানিয়েছেন, ‘ফ্লাইট বিলম্বের কারণে ৫টা ২০ এ রাজধানীতে আসা হয়নি আফগানদের। তাদের বহন করা কাতার এয়ারওয়েজের ফ্লাইট দোহা থেকে রাত ১০টা নাগাদ ঢাকা এসে পৌঁছাবে।’
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আজই সিলেট চলে যাওয়ার কথা ছিল আফগানদের। কিন্তু যেহেতু অত রাতে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ধরা সম্ভব না। তাই আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১১টার ফ্লাইটে সিলেট যাবে আফগানরা।
সিলেটে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করবে তারা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চট্টগ্রাম চলে যাবে দল। ২৩ ফেব্রুয়ারি শুরু হবে এই সিরিজ। সেখান থেকে ফিরে এসে ২ ম্যাচের টি টোয়েন্টিতে টাইগারদের মুখোমুখি হবে আফগান দল।